
ভারতের দিকে তাক করা পাকিস্তানের ১৩০ পারমাণবিক বোমা
১৮ জানুয়ারী ২০২৪, ৩:৪৫ অপরাহ্ণ
মাদক সরবরাহের সময় ৫১৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে চাঁপাইনবাবগঞ্জের র্যাব-৫ এর। আটকৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব এর একটি আভিজানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক বর্নিত স্থানে অবস্থান নিলে একটি অটোরিক্সার গতিবিধি সন্দেহজনক হলে অটোরিক্সার এর গতি রোধ করে। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করলে ধৃত আসামীর চালিত উক্ত অটোরিক্সার যাত্রী বসার পিছনের সীট হতে ৫১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অভিযানটি গতকাল বুধবার (১৭ জানুয়ারি) বিকাল ০৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী বাজারের গরুর হাট সংলগ্ন জনৈক মো. দুরুল হুদা (৭০) এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় মো. মোরসালিন (৪০) নামের ব্যাক্তির কাছ থেকে হেরোইন-৫১৩ গ্রাম ও অটোরিক্সা-০১টি এবং মোবাইল ফোন-০১টি সহ হাতেনাতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।