স্মরণ সভা-দোয়া মাহফিল ও শিক্ষকের বিদায় সংবর্ধণা
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
১৭ জানুয়ারী ২০২৪, ৩:১৬ অপরাহ্ণ
সময়টাই এখন যেন ওটিটির। জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে নিয়ে আসছেন তার প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’। সে উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৬ই জানুয়ারি) রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল ‘অসময়’ ফিল্মের স্পেশাল প্রিমিয়ার শো।
এই অনুষ্ঠানে ফিল্মের নির্মাতা ও সকল কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা, নির্মাতা, প্রযোজক, সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের মানুষসহ দেশের বিনোদন জগতের অনেক পরিচিত মুখ।
এছাড়া আরও ছিলেন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে অনুষ্ঠিত হওয়া অসময় প্রি-বুক প্রতিযোগিতার বিজয়ীরা। জমকালো এই আয়োজন নিয়ে ‘অসময়’-এর নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, “অসময় আমার প্যাশন প্রজেক্ট ছিলো। আলহামদুলিল্লাহ! সবাই মুভিটি পছন্দ করেছেন। প্রিমিয়ারে আসা সবার কাছ থেকেই প্রচুর পজিটিভ রেসপন্স পাচ্ছি। ফাইনালি ফিল্মটা আগামীকাল ১৮ই জানুয়ারি বঙ্গ-তে রিলিজ হতে যাচ্ছে। আশা করি সাধারণ দর্শকদের কাছেও মুভিটি সমান ভালোবাসা পাবে!”
নির্মাতা অমি দর্শকদের কাছে কমেডি ঘরানার নাটক, সিরিজ নির্মাণের জন্য জনপ্রিয় হলেও, ‘অসময়’ তার সম্পূর্ণ ভিন্ন একটি কাজ। কোর্ট-রুম ড্রামা নির্ভর এই পূর্ণাঙ্গ সিনেমাটি ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি পেতে চলেছে। সিনেমার মূল চরিত্রে আছেন এই সময়ের প্রতিভাবান অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এখানে তিনি এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন যাকে ঘটনাচক্রে একজন হত্যাকারী হিসেবে পুলিশ আটক করে। তার বিরুদ্ধের অভিযোগটি ষড়যন্ত্র নাকি পুরোটাই সত্য, তাই নিয়ে এগিয়ে যায় কাহিনী!
‘অসময়’-এ আরও অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান, মনিরা মিঠু, রুনা খান, শাশ্বত দত্ত, ইন্তেখাব দিনার, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, জিয়াউল হক পলাশসহ অনেকে।
স্পেশাল এই প্রিমিয়ার শো-তে আসা দেশের জনপ্রিয় সাংষ্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা মুভিটি দেখে খুব উচ্ছ্বাস প্রকাশ করেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গিয়াস উদ্দিন সেলিম বলেন, “মুভিটা দেখলাম। চমৎকার লাগলো। অমি’র অন্যান্য কাজের থেকে এটা একেবারেই আলাদা ও পরিণত। সিনেমার প্রতিটি অভিনেতা দারুণ অভিনয় করেছেন। বিশেষ করে ফারিণ, তারিক আনাম খান, রুনা খান এবং হালিম-মোখলেস মানে শরাফ আহমেদ জীবন ও ইরেশ জাকের! অমি যে পরিচালক হিসেবে নিজেকে কতোটা ডেভেলপ করেছে সেটা এই সিনেমা দেখলেই বোঝা যায়।”
প্রিমিয়ার শো-টি আয়োজন করেছিলো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। এই প্রসঙ্গে বঙ্গ-এর চিফ কন্টেন্ট অফিসার ও ‘অসময়’-এর প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু বলেন, “অসময় নিয়ে আমরা খুব আশাবাদী। পরিচালক কাজল আরেফিন অমি’র এটা প্রথম কোনো কাজ যেটা সিনেমা হলে দেখানো হলো। তার উপর আমরা প্রি-বুকের মাধ্যমে ৫০ জন সাধারণ দর্শকও পেয়েছি যারা অসময় টিমের সাথে বসে ফিল্মটি দেখতে পেরেছেন। এই ধরণের সুযোগ বাংলাদেশে এই প্রথম আমরা আয়োজন করলাম। তাই, প্রযোজক হিসেবে বলুন কিংবা বঙ্গ-এর প্রতিনিধি হিসেবেই বলুন, আমার জন্য, আমাদের জন্য এটি একটা চমৎকার অভিজ্ঞতা ছিলো!”