
ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
১৬ জানুয়ারী ২০২৪, ৫:৫৬ অপরাহ্ণ
বগুড়ার শেরপুরে মিজানুর রহমান (২৭) নামে এক যুবক গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চত করেছেন শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
নিহত মিজানুর রহমান (২৭) উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামের মতিউর রহমানের ছেলে।
জানা যায়, গতকাল সোমবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে পারিবারিক কলহের জেরে নিজ ঘরের মধ্যে গিয়ে গ্যাসট্যাবলেট খায় মিজান। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন টের পেয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যায়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।