জাজিরা থানার ওসি আল আমিনের রহস্যজনক মৃত্যু: মরদেহ ঝুলছিল শয়নকক্ষের জানালার সঙ্গে
সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
১৬ জানুয়ারী ২০২৪, ৩:৪৬ অপরাহ্ণ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের বেড়ীবাধ এলাকায় দুই কেজি তিনশত গ্রাম গাঁজাসহ নিরব(২৪) নামক এক যুবককে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
গতকাল সোমবার (১৫ জানুয়ারি) ভোরে বোরহানউদ্দিন থানার এস.আই রেহান উদ্দিন, এস.আই জিএম সাহাবুল ও এস.আই মনির হোসেন সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করেন।
আটককৃত নিরব লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে, তবে নিরব তজুমদ্দিন এলাকায় স্থায়ী ভাবে বসবাস করে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির (বিপিএম) জানান, ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। মাদকসহ সকল অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।