বাগেরহাটে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
১৬ আগস্ট ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ণ
ঝালকাঠি শহরের কলেজ খেয়াঘাটে অবস্থিত শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে ১৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের আয়োজনে , স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস'র উপদেষ্টা ও সমাজসেবক বাবু তরুন কুমার কর্মকার, ইসরাত জাহান সোনালি, ছবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান মামুন, ইয়াসের সাবেক সভাপতি শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি, সহ-সভাপতি এস এম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের উপদেষ্টারা তাদের বক্তব্যে বলেন, ইয়াস শিশু ও তারুণ্যদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু'র স্বপ্নের সোনার বাংলা গড়তে, সবুজায়ন করতে,ও দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ১৫ই আগস্ট শোক দিবসে শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও ফলজ চারা বিতরণের উদ্যোগ নিয়েছেন। এমন ব্যতিক্রমী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বক্তরা শিশুদের উদ্দেশ্যে বলেন , মেধা বিকাশে যুদ্ধপরবর্তীতে বঙ্গবন্ধু বাংলাদেশে শিক্ষা বিস্তারে বেশী বেশী বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নেন।
ইয়াসও তোমাদের দক্ষতা বৃদ্ধি ও শিশুদের মানসিক বিকাশ সাধনে নানা আয়োজন করে থাকে। পাশাপাশি পরিবেশ ও সামাজিক উন্নয়নেও দেশের জন্য ভূমিকা রাখছে ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস।এরই অংশ হিসেবে শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের আয়োজনে মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা ও বৃক্ষরোপন বিতরণকরার উদ্যোগ গ্রহণ করে।