বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি রাবি চাপ্টার কমিটি গঠন


১৫ জানুয়ারী ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ 

আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি রাবি চাপ্টার কমিটি গঠন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার অব রাজশাহী ইউনিভার্সিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে আগামী এক বছরের জন্য মো: জায়িদ হাসানকে সভাপতি ও চন্দন বাড়ৈকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

আজ সোমবার (১৪ জানুয়ারি) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহ-সভাপতি নাফিজ ইমতিয়াজ ও ফারহান ইশরাক রাফি, পাবলিক রিলেশনস অফিসার মির্জা আহমেদ সাদী, কোষাধ্যক্ষ  তানজিলা আইরিন সূচনাসহ ২৩ জন শিক্ষার্থী পদ পেয়েছেন৷ এছাড়া সদস্য হয়েছেন আরও ১০ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি বিশ্বের সর্ববৃহৎ লাইফ সাইন্স বিষয়ক বিজ্ঞানীদের সংস্থা। এএসএম এর স্টুডেন্ট চ্যাপ্টার হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই এএসএম-আরইউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্যারিয়ার কর্মশালা, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা এবং কমিউনিটি ভিত্তিক সচেতনতা কার্যক্রমের মতো নানাবিধ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এএসএম-আরইউ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে জ্ঞান ও সচেতনতা প্রসার ও প্রচারে কাজ করে আসছে।