
খুকৃবি গ্রেটার ময়মনসিংহ এসোসিয়েশনের দায়িত্বে সহকারী অধ্যাপক শরিফুল ও শিক্ষার্থী শাহীন
১৪ জানুয়ারী ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ণ
ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন। তার ওপর হিমেল বাতাস উস্কে দিচ্ছে শীতের তীব্রতা। রাতে কনকনে ঠান্ডায় দুর্ভোগে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। রাস্তার ফুটপাতে গরম কাপড় ছাড়াই রাত কাটাতে হচ্ছে তাদের।
পৌষ মাস প্রায় শেষের দিকে। এরই মধ্যে হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত। রাত নামলেই পুরো শক্তি নিয়ে হাজির হয় ঠান্ডা। রাজধানীতে তীব্র শীতে ফুটপাতে লাইন ধরে শুয়ে-বসে রাত কাটাচ্ছেন দিনমজুর, ভবঘুরে ও রিকশাচালকরা।
এমনি একজন বৃদ্ধা। ছেঁড়া কাঁথা দিয়ে তীব্র শীত নিবারণের চেষ্টা তার। কষ্টের কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি। বৃদ্ধা বলেন, মানুষের দেয়া ছেঁড়া কাপড়চোপড় পরি। কী করবো? করার তো কিছু নেই! গরিবের জীবন তো এমনই!
শীত থেকে বাঁচতে কেউ কেউ আগুনের তাপ নিচ্ছেন। আবার কেউ কেউ প্লাস্টিকের বস্তা কিংবা ছেঁড়া চাদর মুড়ি দিয়ে শুয়ে-বসে রাত কাটাচ্ছেন।
তাদের বক্তব্য, ঠান্ডার মধ্যে ঘুম আসে না। সবখানেই শীত। শীতের কারণে আগুন পোহাতে হচ্ছে। সারা রাত জেগে থাকতে হয়। দিনের বেলায় খাবারের খোঁজ করতে হয়। নির্ঘুম থেকে সব মিলিয়ে খুব কষ্টই হচ্ছে।
হাড় কাঁপানো এ শীতে সমাজের উচ্চবিত্তরা এসব ছিন্নমূলদের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা সবার।