রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

অনিয়মের অভিযোগে সমাজসেবা কার্যালয়ের তিন কর্মচারীকে বদলি


১৩ আগস্ট ২০২৩, ৬:২০ অপরাহ্ণ 

অনিয়মের অভিযোগে  সমাজসেবা কার্যালয়ের তিন কর্মচারীকে বদলি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নলছিটি উপজেলা  সমাজসেবা কার্যালয়ের তিন কর্মচারীকে একদিনে পৃথক আদেশে অন্য উপজেলায় বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মচারীরা হলেন, কারিগরি প্রশিক্ষক মোসা. ফৌজিয়া খানম, মোসা. তাছলিমা বেগম, নৈশ প্রহরী মো. ফারুক হোসেন।

আজ রবিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহপার পারভীন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ওই তিন কর্মচারী ১৩ আগস্ট অব্যাহতি নিয়ে বদলিকৃত কর্মস্থল (ঝালকাঠি সদর উপজেলা) যোগদান করবেন। অন্যথায় ১৪ আগস্ট থেকে সরাসরি অব্যাহতি বলে গণ্য হবে। নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্ধারিত তারিখের মধ্যে ওই তিন কর্মচারীকে অব্যাহতি প্রদানের জন্য অনুরোধ করা হল।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি উপজেলা সমাজসেবা কার্যালয়ের ওই তিন কর্মচারীর নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন একাধিক সেবাগ্রহীতা। এসব অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে বদলি করা হয়েছে।