জাজিরা থানার ওসি আল আমিনের রহস্যজনক মৃত্যু: মরদেহ ঝুলছিল শয়নকক্ষের জানালার সঙ্গে
সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
১২ জানুয়ারী ২০২৪, ৪:৩৮ অপরাহ্ণ
'অলিভ রেডলে' প্রজাতির কচ্ছপ অবমুক্ত | ছবি: আজকের প্রসঙ্গ
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
ভোলার মনপুরায় ডিম পাড়তে এসে স্থানীয় লোকজনের হাতে আটকের পর ‘অলিভ রেডলে’ প্রজাতির একটি বিরল সামুদ্রিক মা কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার দুপুরে উপজেলার চর পাতালিয়া সংলগ্ন বালুচর থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের লোকজন। পরে বঙ্গপসাগর সংলগ্ন মেঘনা নদীতে কচ্ছপটি অবমুক্ত করা হয়। কচ্ছপটির ওজন প্রায় ৭০ কেজি বলে জানিয়েছে বন বিভাগ।
ভোলা বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার পঁচা কোড়ালীয়া বিটের আওতাধীন চর পাতালিয়ার মেঘনা নদী সংলগ্ন নদী বালুচরে বিরল প্রজাতির প্রায় ৭০কেজি ওজনের একটি সামুদ্রিক মা কচ্ছপ ডিম পাড়তে আসে। এসময় স্থানীয় জেলেরা কচ্ছপটি আটক করে বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগের লোকজন সেখান থেকে কচ্ছপটি উদ্ধার করে বঙ্গপসাগর সংলগ্ন দক্ষিণা হাওয়া বিচের মেঘনা নদীতে কচ্ছপটি অবমুক্ত করা হয়।
তিনি আরো জানান, একসময় চরাঞ্চলের মানুষ না বুঝেই সমুদ্রের এসব প্রাণীর ক্ষতি সাধন করতো। কিন্তু এখন তারা বুঝতে শিখেছে, তাই নিজেরাই এসব প্রাণীদের রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। এ বিষয়ে বনবিভাগ ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। যার ফলস্বরূপ এই সফলতা বলেও দাবি করেন তিনি।
ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কো-অর্ডিনেটর ও বন্যপ্রাণী গবেষক সামিউল মেহেসানিন ইমেইলের মাধ্যমে ছবি দেখে জানান, এটি সামুদ্রিক 'অলিভ রেডলে' (Olive Ridley) প্রজাতির কচ্ছপ। শীত মৌসুম থেকে বর্ষার আগ পর্যন্ত ডিম ছাড়ার সময় হলে এরা উপকূলে চলে আসে। উপকূলে অনুকূল পরিবেশ থাকায় এসব প্রজাতির কচ্ছপ সাগরপথে শত শত মাইল পাড়ি দিয়ে নির্জন সৈকতে ছুটে আসে বলেও জানান তিনি।