ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও জনসংযোগ অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
১২ আগস্ট ২০২৩, ৫:৩৩ অপরাহ্ণ
পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় রাহুল দাস (২৭) নামের এক ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থী আহত হয়েছে। খুড় দিয়ে তার দুই গালে ও গালায় আঘাত করা হয়েছে।
শুক্রবার শেষ বিকেলে শেখ কামাল সেতুর উত্তর প্রান্তে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। প্রাথমিক চিকিৎসা শেষে ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়। আহত শিক্ষার্থী রাহুল পৌর শহরের চিংগরীয়া এলাকার বাসিন্দা রবিন্দ্র নাথ দাসের ছেলে।
আহতর পারিবারিক সূত্রে জানা গেছে, সে ঢাকায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেখাপাড়ার পাশাপাশি অনলাই ব্যবসা করে। শুক্রবার বিকালের দিকে রাহুল বাসা থেকে বেরিয়ে শেখ কামাল সেতুতে ঘুরতে যায়। ওৎ পেতে থাকা বখাটে সন্ত্রাসী আলআমীন তার উপর হামলা চালায়। এসময় তার সাথে থাকা খুড় দিয়ে আহতকে মারত্মকভাবে জখম করে। ৯৯৯ ফোন পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থালে পুলিশ পৌছালে সন্ত্রাসী আলআমীন পালিয়ে যায়।
এ ঘটনায় আহত শিক্ষার্থীর পিতা রবিন্দ্র নাথ দাস শুক্রবার সন্ধ্যায় আলআমীনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করেছেন।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।