সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

ড্রাম ট্রাকের সাথে সিএনজি'র সংঘর্ষে নিহত ৩


৮ জানুয়ারী ২০২৪, ৩:০৩ অপরাহ্ণ 

ড্রাম ট্রাকের সাথে সিএনজি'র সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনা | ছবি: আজকের প্রসঙ্গ

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শামীম মোল্লা, জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ): মানিকগঞ্জে সিএনজি ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়াও এই দুর্ঘটনায় আরও দু’জন আহত হন।

আজ সোমবার (০৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের  সদর উপজেলার আউটপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ঘটনাস্থলে একজন মারা যায় এবং হাসপাতালে নিয়ে আসার পরে আরও দুই জন মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই জন। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।