শনিবার, ২ নভেম্বর, ২০২৪

ঠাকুরগাঁও-৩, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সামগ্রী


৬ জানুয়ারী ২০২৪, ৪:২৫ অপরাহ্ণ 

ঠাকুরগাঁও-৩, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সামগ্রী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল আংশিক) আসনের নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সামগ্রী। আজ শনিবার (০৬ জানুয়ারি) সকাল থেকে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাকে ভোটের বাক্স সিলসহ যাবতীয় মালামাল বুঝিয়ে দেওয়া হয়।

আজ শনিবার (০৬ জানুয়ারি) দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁও-৩ নির্বাচনী আসনের সহকারী রিটানিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর ই আলমকে সঙ্গে নিয়ে প্রিজাইডিং কর্মকর্তার নামে নামে ভোট কেন্দ্রের ভোট কক্ষ অনুযায়ী বাক্স, সিলসহ অন্যান্য সামগ্রীসহ বুঝিয়ে দিচ্ছেন।

এ সময় ঠাকুরগাঁও-৩ এর ৫২টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাসহ ভোট কেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলায় মোট ভোট কেন্দ্র ৭৬টি রাণীশংকৈল উপজেলায় ৫২টি। সব মিলে ১২৮টি ভোট কেন্দ্র।

ঠাকুরগাঁও-৩ নির্বাচনী আসনের সহকারী রিটানিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, সকাল থেকেই প্রতিটি নির্বাচনী কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হয়েছে।  

ঠাকুরগাঁও-৩ আসনে মোট চার প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, জাপা মনোনীত হাফিজ উদ্দীন লাঙ্গল প্রতিকে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির মনোনীত অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় হাতুড়ি প্রতিকে বিকল্পধারা বাংলাদেশ মনোনীত খলিলুর রহমান কুলা প্রতিকে এছাড়াও ইগল প্রতিকে নারী স্বতন্ত্র প্রার্থী আশা মনি। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪টি।