বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

বাগেরহাটে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার


৬ জানুয়ারী ২০২৪, ১:৩৪ অপরাহ্ণ 

বাগেরহাটে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জেলা প্রতিনিধি (বাগেরহাট): বাগেরহাটের ফকিরহাটে রাস্তার পাশে একটি বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (০৫ জানুয়ারি) বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত এলাকার রাস্তার পাশে মুরারী নাথের বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকেলে শিশুরা খেলার সময় অজ্ঞাত নারীকে চাদরে ঢাকা অবস্থায় বাঁশ বাগানের একটি ঝোপের পাশে দেখতে পায়। এ সময় তারা ভয় পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

ফকিরহাট মডেল খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুল আলম বলেন, উদ্ধার করা নিহত ওই নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ এর মধ্যে হবে।

আজ শনিবার (০৬ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তার পরিচয় জানার জন্য সকল থানায় বেতার বার্তা দেওয়া হয়েছে। এছাড়া হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।