উচ্চশিক্ষায় আগ্রহী কুবি শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছেন মেরী
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
৪ জানুয়ারী ২০২৪, ৫:৫৩ অপরাহ্ণ
জেলা প্রতিনিধি (ভোলা): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের কার্যক্রম পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ভোলার ইলিশা পাকার মাথা এলাকায় অস্থায়ী কোস্টগার্ড ক্যাম্পের কার্যক্রমের পাশাপাশি কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন নির্বাচনী এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের প্রস্তুতি ও কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এসময় কোস্টগার্ড মহাপরিচালক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদানের নিমিত্তে মোবাইল টিম/স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়া উপকূলীয় দ্বীপ জেলা ভোলার বিভিন্ন দুর্গম চরাঞ্চলের ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার জন্য কোস্টগার্ড সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করবে।
পরবর্তীতে তিনি কোস্ট গার্ড কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কোস্টগার্ড দক্ষিণ জোনের দেয়া তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্টগার্ডের ১০ প্লাটুন সদস্য ভোলার ৪টি আসনের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে নিয়োজিত থাকবে।