শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

জ্বালাও-পোড়াও-মানুষ খুন, বিএনপির একমাত্র গুণ: প্রধানমন্ত্রী


৪ জানুয়ারী ২০২৪, ৫:২৫ অপরাহ্ণ 

জ্বালাও-পোড়াও-মানুষ খুন, বিএনপির একমাত্র গুণ: প্রধানমন্ত্রী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, জ্বালাও-পোড়াও ও মানুষ খুন বিএনপির একমাত্র গুণ।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন।

এ সময় শেখ হাসিনা বলেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২৩৩টা আসন আর বিএনপি পেয়েছিল ৩০টা আসন। এরপর থেকে বিএনপি আর কোনো নির্বাচনে আসেনি। কারণ, তারা জানে বাংলার মানুষ তাদের আর চায় না। তাই তারা (বিএনপি) আগুন-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

এ মাঠে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সবশেষ সমাবেশের আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।