ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো'র ১০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র্যালি
রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
৪ জানুয়ারী ২০২৪, ৪:১৪ অপরাহ্ণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার জন্য আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সে অনুযায়ী আগামীকাল শুক্রবার (৫ জানুয়ারি) ঢাকাসহ সারাদেশে মিছিল ও গণসংযোগ করবে দলটি।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।
জনগণের উদ্দেশে রিজভী বলেন, দেশবাসী ও সম্মানিত ভোটারদের প্রতি আমাদের আহ্বান আগামী ৭ জানুয়ারি দ্বাদশ প্রহসনের সংসদ নির্বাচন বর্জন করুন।
তিনি বলেন, একতরফা নির্বাচনে সরকার নিজেরা নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করেছে। আমি এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এর আগে, আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ডামি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সব পর্যায়ের মানুষকে ভোট বর্জন করার আহ্বান জানিয়ে উত্তরা রাজউক কলেজের সামনে লিফলেট বিতরণ করেন রুহুল কবির রিজভী।