ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও জনসংযোগ অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
৩ জানুয়ারী ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ
জেলা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটা-কলাপাড়া হবে বরিশাল বিভাগের উন্নয়নের রোড মডেল। বর্তমান সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন হলে পায়রা বন্দর কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা বদলে যাবে।সে লক্ষ্যে বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমানের নেতৃত্বে কলাপাড়ায় শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে।
আজ বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় সিকদার রিসোর্ট এন্ড ভিলাসের সভাকক্ষে কলাপাড়ার বিভিন্ন পেশার মানুষের সাথে শুধী সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ও ফ্রেস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হলে কলাপাড়ার প্রতিটি রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ হবে। এজন্য কয়েকশো কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া কলাপাড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালটি ২৫০ শয্যায় উত্তীর্ণ করন, ডায়াবেটিস হাসপাতাল নির্মাণ, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র উন্নতি করণে তিনি কাজ করবেন বলে জানান। এ সময় কলাপাড়ার বিভিন্ন সমস্যা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
শুধী সমাবেশে সংসদ সদস্য মহিববুর রহমান ও কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার উপস্থিত ছিলেন।