রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

কলাপাড়ায় কনকনে ঠান্ডা বাতাসে জনজীবনে ভোগান্তি


৩ জানুয়ারী ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ 

কলাপাড়ায় কনকনে ঠান্ডা বাতাসে জনজীবনে ভোগান্তি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পটুয়াখালীর কলাপাড়ায় কনকনে ঠান্ডা বাতাসে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। আজ বুধবার (৩ জানুয়ারি) সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন ১৩.৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।

এদিকে সকাল থেকেই ঘন কুয়াশার চাঁদরে ঢাকা থাকছে গ্রামীন জনপদ। বেলা বাড়লেও দেখা মিলছেনা সূর্যের। দিনের বেলায়ও হেড লাইট চালিয়ে চলছে গাড়ি। তীব্র ঠান্ডায় হাসপাতালগুলোতে বেড়েছে শীত জনিত রোগীর সংখ্যা। আগামীকাল থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  

দিনমজুর ছোহরাফ বলেন, আজকে এতো কুয়াশা পড়ছে সামনের দিকে কোনকিছু দেখা যায়না, তারমধ্যে প্রচুর শীত। এতেকরে আমরা কিভাবে কাজকাম করমু।