ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও জনসংযোগ অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
৩ জানুয়ারী ২০২৪, ৪:১৬ অপরাহ্ণ
জেলা প্রতিনিধি (বাগেরহাট): বাগেরহাট জেলা কারাগারে কামাল হোসেন (৪৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (০২ জানুয়ারি) রাত সোয়া ১১ টায় তার মৃত্যু হয়।
হাজতি কামাল হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মোকলেছ হোসেনের ছেলে। ২০২৩ সালের ১১ নভেম্বর একটি নাশকতা মামলায় আদালত তাকে তাকে কারাগারে পাঠিয়ে ছিল। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
বাগেরহাট কারাগারের সুপার শংকর মজুমদার বলেন, গতকাল মঙ্গলবার রাত ১১টার আগ মুহুর্তে কামাল হোসেন হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করেন। তাৎক্ষনিকভাবে তাকে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সোয়া ১১ টার দিকে মৃত ঘোষণা করে।
ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।