মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

যৌন হয়রানির অভিযোগে ঢাবির শিক্ষক বরখাস্ত


৩ জানুয়ারী ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ 

যৌন হয়রানির অভিযোগে ঢাবির শিক্ষক বরখাস্ত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন প্রাথমিকভাবে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটির এক শিক্ষককে অ্যাকাডেমিক সব কার্যক্রম থেকে বরখাস্ত করেছে। গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়ার পর প্রশাসন ওই শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

তদন্ত কমিটি জানিয়েছে, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। রাতে হওয়ার সিন্ডিকেট সভা শেষে একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

তারা জানান, যৌন হয়রানি প্রতিরোধ সেলকে অধিকতর তদন্তভার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগেও গতবছরের ২৭ সেপ্টেম্বর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটউটের (আইবিএ) শিক্ষক ওয়াসেল বিন সাদাতকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি এ বিষয়ে অধিকতর তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত হয়। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (সাবেক) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।