
নওগাঁয় কুরআনের হাফেজকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির
৩ জানুয়ারী ২০২৪, ১২:০২ অপরাহ্ণ
চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন ক্রিস্টিনা জেম্মা নামে এক ইটালিয়ান নাগরিক।গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে কোতোয়ালি থানার এসএস খালেদ রোডে কর্ণফুলী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
ক্রিস্টিনা জেম্মা একজন আন্তর্জাতিক ফটোগ্রাফার। সম্প্রতি আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে তার তোলা ছবির প্রদর্শনী সম্পন্ন হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোতোয়ালি থানার এসএস খালেদ রোডে কর্ণফুলী টাওয়ারের সামনে ছিনতাইকারীরা সিএনজিচালিত অটোরিকশার গতি কমিয়ে ক্রিস্টিনা জেম্মার কাঁধের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে ক্রিস্টিনা জেম্মা জানান, তিনি এবং তার দুই বন্ধু শিল্পকলা একাডেমি থেকে জামালখান যাচ্ছিলেন। পথে এটিএম বুথ থেকে ত্রিশ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাগে সেই ত্রিশ হাজার টাকা, মোবাইল এবং ক্যামেরা ছিল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, আমাদের একাধিক দল কাজ করছে। আশাকরি দ্রুত একটা রেজাল্ট আমরা পাবো।