উচ্চশিক্ষায় আগ্রহী কুবি শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছেন মেরী
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
২ জানুয়ারী ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ
জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নছিমনের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার রামপুর বাজারের পূর্বপাশে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী হরিপুর উপজেলার খামার গ্রামের মৃত সাজ্জাত আলীর ছেলে আঃ রহিম (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,আঃ রহিম তার বাড়ি থেকে (হরিপুর-রাণীশংকৈল) পাকা রাস্তা দিয়ে মোটর সাইকেল যোগে রাণীশংকৈল আসার পথে রামপুর বাজারের পূর্ব পাশে পাকা সড়কে অপরদিক থেকে একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল থেকে আঃ রহিম ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্মরত চিকিৎসক মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। রাণীশংকৈল থানায় একটি ইউডি মামলা হযেছে।