উচ্চশিক্ষায় আগ্রহী কুবি শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছেন মেরী
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
২ জানুয়ারী ২০২৪, ১১:২০ পূর্বাহ্ণ
জেলা প্রতিনিধি (ভোলা): ভোলায় উৎসবমুখর পরিবেশে জেলার সাত উপজেলায় প্রাথমিক, ইবতেদায়ি, দাখিল, ভোকেশনাল ও মাধ্যমিক পর্যায়ের ৭ লাখ ১২ হাজার ৩২৯ জন শিক্ষার্থীর মাঝে ৩৮ লাখ ৮২ হাজার ৭৯১টি নতুন বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিন গতকাল সোমবার (১লা জানুয়ারি) সকাল থেকেই জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ বই বিতরণ করা হয়। আর শিক্ষার্থীরাও বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দ ও উৎসবে মেতে উঠে।
সকালে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে বই উৎসবের উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক হালদার, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ছালেহ উদ্দিন প্রমুখ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু। এসময় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, প্রাথমিক ও মাধ্যমিকসহ ভোলা জেলায় ৭ লক্ষ ১২ হাজার ৩২৯ শিক্ষার্থীর মাঝে ৩৮ লক্ষ ৮২ হাজার ক্লাশের নতুন বই বিতরণ করা হচ্ছে।
এ বছর প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী রয়েছে ২ লাখ ৮৯ হাজার ৭০০ শিক্ষার্থীকে ১২ লাখ ৬০ হাজার ৪০০ বই দেয়া হবে। এছাড়া মাধ্যমিক, দাখিল, এফতেদায়ী, ভকেশনাল ও কারিগরি পর্যায়ে ৪ লাখ ২৩ হাজার ৩২৯ জন শিক্ষার্থীর মাঝে ২৬ লক্ষ ২২ হাজার ২৯১টি বই বিতরণ করা হবে।