খুকৃবিতে ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় ব্যাচের শিক্ষা সফর
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
১ জানুয়ারী ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণ
বিএনপির অবস্থান প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কত রঙ্গ দেখাইলা রে জাদু, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এখন কোথায় গেল বাইডেনের দোস্ত, মিয়া আরেফি নাকি নাম। আরেফির মতো বিএনপি আগেই পালিয়ে গেছে। আগামী ৭ তারিখ এই বিএনপিকে লালকার্ড দিয়ে চিরতরে বিদায় জানাতে হবে।
আজ সোমবার (১লা জানুয়ারি) বিকেলে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় কাদের এসব কথা বলেন।
বিএনপিকে নিয়ে কাদের বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধী, লুটতরাজ, দুর্নীতিবাজ ষড়যন্ত্রকারী। এদের লাল কার্ড দেখিয়ে বের করে দিতে হবে। তাদের স্থান বাংলার মাটিতে হবে না। যারা আমার প্রিয় জন্মভূমি পাকিস্তান বানাতে চায়, আফগানিস্তান বানাতে চায়, তাদের স্থান বাংলার মাটিতে হবে না।
বিএনপি পালিয়ে গেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৭ তারিখ খেলা হবে। জোরদার খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোথায়? মাঠে আছে? নাকি পালিয়ে গেছে। লালকার্ড খেয়ে বাদ। ফাউল করে লালকার্ড খেয়েছে। ২৮ তারিখেই বাদ হয়ে গেছে। ২৮ তারিখে গভীর খাদে পড়ে গেছে বিএনপি। ফাইনাল খেলা ৭ জানুয়ারি। সেদিন এদের চিরতরে লালকার্ড দিয়ে বিদায় জানাতে হবে।