বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

ভূমিহীনদের জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন


১০ আগস্ট ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ণ 

ভূমিহীনদের জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে চতুর্থ পর্যায় (২য় ধাপে) জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পর্যন্ত সারা দেশে ৪১ লক্ষ ৪৮ হাজার গৃহহীন মানুষকে পূর্নবাসন করা হয়েছে।

গতকাল বুধবার ০৯ জুলাই সকাল ১০টায় গণভবন থেকে সারা বাংলাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এ জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। ক্ষেতলাল উপজেলা হলরুমে বড় পর্দায় এ ভিডিও কনফারেন্স দেখার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এতে  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো:আবু কালাম আজাদ। প্রধান অতিথি ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল। এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জিন্নাতুল আরা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবু,উপজেলা পশু হাসপাতালের ভেটেনারী সার্জন সাগরিকা কাজ্জী,থানা ইন্সপেক্টর(তদন্ত)ইমায়েদুল জাহেদী,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন,স্থানীয় সাংবাদিকসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।