ভালুকায় সেনাবাহিনীর হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শনিবার, ২ নভেম্বর, ২০২৪
১ জানুয়ারী ২০২৪, ২:৫৮ অপরাহ্ণ
ভোলা প্রতিনিধি: ভোলায় বোরহানউদ্দিন উপজেলার 'দারুল হাদিস আস-সালাফিয়্যাহ মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২০২৪ সালের নতুন বই বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১লা জানুয়ারি) সকালে বোরহানউদ্দিন উপজেলা পক্ষিয়া ইউনিয়নের মাতব্বর বাড়ী মসজিদ সংলগ্ন 'দারুল হাদিস আস-সালাফিয়্যাহ মাদ্রাসা'য় সরকারি নির্দেশনা মোতাবেক নতুন বছরের বই উৎসব আয়োজন করা হয়েছে।
"কুরআন ও সহীহ হাদীসের আলোকে খাঁটি মুসলিম ও মানবসম্পদ তৈরির অঙ্গিকার" শ্লোগানকে সামনে রেখে ২০২২ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। সাফল্যের সাথে ২ বছর অতিক্রম করে তৃতীয় বছরে পা রেখেছেন প্রতিষ্ঠানটি।
এসময় প্রতিষ্ঠানটি নতুন বছরে পরিচালনার বিষয়ে শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ অজিউউল্যাহ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ অজিউল্যাহ, প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন, সহকারী শিক্ষক মোঃ আকিব গাজী ও মোঃ আহসান উল্যাহ সহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।
আলোচনা শেষ শিক্ষার্থীদের নতুন বছরের অনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু ও দোয়া মাহফিলের মাধ্যমে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।