
খুকৃবি গ্রেটার ময়মনসিংহ এসোসিয়েশনের দায়িত্বে সহকারী অধ্যাপক শরিফুল ও শিক্ষার্থী শাহীন
১ জানুয়ারী ২০২৪, ১২:৪৫ অপরাহ্ণ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুল ওদুদ এবং তার কন্যা ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওরীন ওদুদকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
আজ সোমবার (১ জানুয়ারি) আব্দুল ওদুদকে সকাল ১০টায় ও বেলা ৩টায় নওরীন ওদুদকে আদালতে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়।
গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) তাদের ওই তলব নোটিশ দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ গোপাল চন্দ্র রায়।
তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির সাচিবিক সহায়তাকারী মো. খলিলুর রহমান। তিনি জানান, কমিটিতে দুটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের তলব করা হয়েছে।
বিএনএম মনোনীত নোঙর প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. তানভির হাসানের অভিযোগ, নোঙর প্রতীকের প্রচারণার একটি পোস্ট নিয়ে অশালীন বক্তব্য দিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌকার প্রার্থী আব্দুল ওদুদের মেয়ে নওরীন ওদুদ।
পৃথক আরেকটি অভিযোগে নোঙর প্রতীকের কর্মী জেলা শহরের জয়নগর মীরপাড়া এলাকার মো. আশিক উল্লেখ করেন, নৌকা প্রতীকের কর্মী আল হোসাইন সোহাগ ও আখতারুজ্জামান সবুজ দেশীয় অস্ত্র নিয়ে নোঙর প্রতীকের পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছেন এবং নির্বাচনী প্রচারণায় বাধা দিয়েছেন। এমনকি প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে।
একই অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ডিসেম্বর জেলা শহরের হরতিকিতলা এলাকায় একটি নির্বাচনী পথসভায় নোঙর প্রতীকের সমর্থক, জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করে বক্তব্য দেন, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম, চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার প্যানেল মেয়র মো. সালেহ উদ্দিন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন, নারী নেত্রী বিউটি ও সুলতানা পারভীন। তারা সবাই নৌকার সমর্থক।
এসব কুরুচিপূর্ণ বক্তব্য ও হুমকি-ধামকি, ভয়ভীতি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ ও ৬(ক) এর লঙ্ঘন হওয়ায় তাদের তলব করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।