রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

বড় ভাইয়ের মরদেহ দেখে শোকে ছোট ভাইয়ের মৃত্যু


৩১ ডিসেম্বর ২০২৩, ৬:১১ অপরাহ্ণ 

বড় ভাইয়ের মরদেহ দেখে শোকে ছোট ভাইয়ের মৃত্যু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শামীম হাসান, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে বড় ভাইয়ের মরদেহ দেখে শোকে সইতে না পেরে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুর রব (৭১) মারা যান। এদিন রাত সাড়ে ৯ দিকে বড়ভাইয়ের মরদেহ দেখতে এসে শোকে ছোট ভাই মোঃ নাছির শেখ (৬২) মারা যান।  

আজ রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় বড় ভাইয়ের ও ছোট ভাইয়ের যোহরবাদ নামাজে জানাজা শেষে চরশৈলাদাহ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়েছে। তাঁদের দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দেন প্রবীণ শিক্ষক মোঃ আব্দুর রব। ফেরার পথে তিনি এক আত্মীয়র বাড়িতে অসুস্থ হলে তাঁকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পরে তার মরদেহ চিতলমারী উপজেলার খড়মখালী গ্রামে আনা হয়। রাত ৮ টার দিকে তাঁর ছোট ভাই মোঃ নাছির শেখ মরদেহ দেখতে আসেন। তিনি ভাইয়ের মরদেহ দেখে অসুস্থ্য হয়ে পড়েন। পরে নাসির শেখকে বাগেরহাট সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।