রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

শাদ্দাদের বেহেশত বানিয়েছে আওয়ামী লীগ নেতারা: রিজভী


৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ণ 

শাদ্দাদের বেহেশত বানিয়েছে আওয়ামী লীগ নেতারা: রিজভী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সম্পদ লুট করে শাদ্দাদের বেহেশত বানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। এই বেহেশত তারা হাতছাড়া করতে চান না। যে কোনো উপায়েই তারা তা রক্ষা করতে চান।

আজ রবিবার (৩১ ডিসেম্বর) সকালে মালিবাগ কাঁচাবাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, এবারের দ্বাদশ নির্বাচন হচ্ছে একতরফা। এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না। কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ? কারণ, তারা সম্পদ লুট করে যে বিত্তবৈভবের মালিক হয়েছে, সেটি হাতছাড়া করতে চায় না।

৭ জানুয়ারির নির্বাচন রুখে দিতে জনগণকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে হবে। একতরফা ও ভাঁওতাবাজির এই নির্বাচনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, এ নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এটি জনগণের নির্বাচন নয়। তাই আপনারা ভোটকেন্দ্রে যাবেন না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম প্রমুখ।