জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন সুলতানা রাজিয়া
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
৩০ ডিসেম্বর ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণ
শামীম হাসান, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদ মাঠে দুই শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের শরণখোলার স্থানীয় প্রতিনিধি শায়খ সাইফুল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে পানির সমস্যা নিরসনে এলাকায় একটি পানি শোধনাগার স্থাপন করা হয়।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের শরণখোলা স্থানীয় প্রতিনিধি শাইখ সাইফুল্লাহ বলেন, অসহায় দরিদ্র মানুষদের শীত নিবারণের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল, জ্যাকেট বিতরণ করা হয়েছে। এছাড়া এই এলাকায় পানির সমস্যা দূর করতে একটি পানি শোধনাগার স্থাপন করা হয়েছে।
এই শোধনাগারের মাধ্যমে গ্রামের পাঁচ শতাধিক পরিবার উপকৃত হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে।