খুকৃবিতে "জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট" উদ্বোধন
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
৩০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এরইমধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শহরের বিভিন্ন প্রবেশপথ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকে বাসে-ট্রাকে এবং পায়ে হেঁটে জনসভাস্থলে আসছেন।
আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নেতাকর্মীরা টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেন। সকাল সোয়া নয়টার মধ্যেই জনসভাস্থল লোকে লোকারণ্যে পরিণত হয়। টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এখনও এসে পৌঁছাননি প্রধানমন্ত্রী, কিন্তু ২২ বছর পর প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে তার ভাষণ শুনতে স্থানীয়রা চলে এসেছেন।
বেলা ১১টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জনসভায় যোগ দেবেন বলে জানা গেছে। এর আগে গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) বরিশালের জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে বরিশাল থেকে টুঙ্গিপাড়া আসেন। রাতে তিনি নিজ বাড়িতে ছিলেন।
আজ শনিবার (৩০ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে নির্ধারিত প্রচার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ জানুয়ারি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজন্য নির্বাচনী প্রচারের জন্য সকালে টুঙ্গিপাড়া এবং দুপুরে কোটালিপাড়ায় দুটি আলাদা নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি।
প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় সাজসাজ রব বিরাজ করছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়ক থেকে জনসভার মাঠ, সবখানেই সাজ সাজ রব। ব্যানার, পোস্টার আর তোরনে ছেঁয়ে গেছে চারদিক। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এরইমধ্যে টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠের জনসভাস্থলে মঞ্চ তৈরিসহ সভা সফল করতে সকল ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সকাল থেকে দলে দলে জনসভায় যোগ দিয়েছেন এলাকাবাসী। ইতোমধ্যে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
এদিকে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখানেও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুনরূপে সেজেছে পুরো শহর। নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
কোটালীপাড়ায় এর আগে জনসভা করলেও টুঙ্গিপাড়ায় ২০০১ সালের পর নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাস্থলে মঞ্চ তৈরিসহ সকল প্রস্তুতির কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর চাচা ও শেখ পরিবারের সিনিয়র সদস্য শেখ কবির হোসেন।
তিনি বলেন, দুই স্থানে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা মনে করছি মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে। মাঠে ধারণ ক্ষমতার বাইরেও মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে আসবে। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট দিয়ে শেখ হাসিনাকে সংসদ সদস্য নির্বাচিত করে প্রধানমন্ত্রী করতে অধীর আগ্রহে রয়েছেন ভোটাররা।
উল্লেখ্য, এ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮৬ সাল থেকে নির্বাচন করছেন। তিনি এ পর্যন্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসন থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।