শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

একই দিন বাংলাদেশেও মুক্তি পাচ্ছে মোশাররফের হুব্বা


২৮ ডিসেম্বর ২০২৩, ৫:৫৩ অপরাহ্ণ 

একই দিন বাংলাদেশেও মুক্তি পাচ্ছে মোশাররফের হুব্বা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দুই বাংলার জনপ্রিয় তারকা মোশাররফ করিমের সাড়া জাগানো নাটকের সংখ্যা কম নয়। তবে দুই যুগের ক্যারিয়ারে মাত্র এক ডজন সিনেমায় অভিনয় করেছেন তিনি। শুধু দেশ নয়, দেশের বাইরেও অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকদের মন। এরই ধারাবাহিকতায় এবার ওপার বাংলার ‘হুব্বা’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম।

তাকে এবার দেখা যাবে পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার ‘হুব্বা শ্যামল’ রূপে। যাকে হুগলির ‘দাউদ ইব্রাহিম’ বলা হতো। যার পুরো জীবনজুড়েই রয়েছে শুধু অপরাধের চিহ্ন। মূলত গ্যাংস্টার হুব্বার জীবন কাহিনীকে নিয়েই নির্মিত হয়েছে ‘হুব্বা’ সিনেমাটি।

এর আগে গেল ২৪ নভেম্বর ‘হুব্বা’ মুক্তির কথা ছিল। তবে শেষ সময়ে এসে সিনেমাটি মুক্তি পিছিয়ে জানুয়ারির ১৯ তারিখ ঠিক করা হয়।

এ বিষয়ে পরিচালক ব্রাত্য বসু তখন জানান, ডিসেম্বরে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ শাহরুখ খানের ‘ডাঙ্কি’ এবং দক্ষিণী নায়ক প্রভাসের ‘সালার’ মুক্তির কারণেই ‘হুব্বা’ মুক্তি পিছিয়ে দেয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা সংস্থা।

এদিকে হুব্বা যখন আসবে, এলাকা তখন কাঁপবে! এমন ট্যাগ লাইন জুড়ে দিয়েই গত সপ্তাহে ‘হুব্বা’র প্রথম পোস্টার শেয়ার করে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনস। এবার এলো ছবিটির ট্রেলার। ট্যাগ লাইনটির মতো সত্যি সত্যিই কাঁপন ধরালেন গ্যাংস্টার হুব্বার চরিত্রে বাংলাদেশের মোশাররফ করিম।

অভিনয়, বাচন ভঙ্গি আর সংলাপে ‘হুব্বা’র ট্রেলার মাতিয়েছেন মোশাররফ একাই। ট্রেলারে উঠে এসেছে চৌকস গ্যাংস্টার হুব্বার নৃশংসতার ছাপ।

পরিচালক ব্রাত্য জানান, থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে ‘হুব্বা’। ছবিতে নাম ভূমিকায় মোশাররফ করিম ছাড়াও পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে ইন্দ্রনীল সেনগুপ্তকে। এছাড়া আরও অভিনয় করেছেন শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

এদিকে ওপার বাংলায় মুক্তির দিনই বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি। খবরটি জানিয়েছে ছবির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এক বিজ্ঞপ্তিতে জাজ জানায়, ‘হুব্বা’ বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে তারা। এটি মুক্তি পাবে ১৯ জানুয়ারি।

প্রসঙ্গত নব্বই দশকের শেষদিকে অপরাধ জগতে অত্যন্ত ক্ষমতাধর ছিল গ্যাংস্টার হুব্বা। খুন, অপহরণ সব ধরনের অপকর্মের সঙ্গেই জড়িত ছিলেন তিনি। এমনকি তার নামে চোরাচালানের ৩০টি মামলাও ছিল। এসব অপকর্মের জন্য হুব্বা ৭০টি ফোন ব্যবহার করতো। তিনবার পুলিশের হাতে ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে যায়। তবে ২০১১ সালে নিখোঁজ হওয়ার কিছুদিন পরে বৈদ্যবাটির খালে গলিত মরদেহ পাওয়া যায় হুব্বা শ্যামলের।

মোশাররফ করিম এর আগে ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ সিনেমাতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।