মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


২৭ ডিসেম্বর ২০২৩, ৫:৩৬ অপরাহ্ণ 

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পটুয়াখালীর কলাপাড়ায় লাকী বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার(২৭ ডিসেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পৌরশহরের রহমতপুর তার স্বামীর ভাড়া বাসা থেকে এ লাশ উদ্ধার করে কলাপাড়া থানায় নিয়ে আসে পুলিশ।

কলাপাড়া থানার এস আই তাইয়েবুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে ভোর বেলা রহমতপুরের ভাড়াটিয়া বাসার একটি কক্ষে লাকী বেগম (২৪) গলায় ফাঁস দেয়। ওই সময় তার স্বামী মাসুদ দফাদার ও শাশুরী বাসার পাশের কক্ষে ছিলো।

এ অবস্থায় তার গোঙ্গানির শব্দ পেয়ে তারাসহ প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, নিহত গৃহবধুর লাকী বেগমের ১৮ মাস বয়সী এক সন্তান রয়েছে। তাদের বাড়ি কলাপাড়ার ধুলাসার গ্রামে হলেও কলাপাড়া পৌর শহরে ভাড়া বাসায় থাকতো। কেন ও কি কারনে সে আত্মহত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এই ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।