রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

বরুড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা


২৫ ডিসেম্বর ২০২৩, ৭:৫০ অপরাহ্ণ 

বরুড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত | ছবি: আজকের প্রসঙ্গ

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সৌরভ লোধ(বরুড়া)কুমিল্লাঃ কুমিল্লার বরুড়া উপজেলায় অবৈধভাবে জমি থেকে বালু উত্তোলনের দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে  মোঃ মহসিন (৩৭) নামের এক ব্যক্তিকে  আটক করে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান  করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর)  দুপুর ১ টায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এই অভিযান পরিচালনা করেন।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমাদের জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর গ্রামে মো. মহসিন  লোক নিয়ে তার নিজ গ্রামের একটি কৃষিজমির পাশে মাছের বেড়ি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আইনে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সর্তক দৃষ্টি রাখবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।।