খুকৃবিতে "জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট" উদ্বোধন
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
২৫ ডিসেম্বর ২০২৩, ৫:৩৬ অপরাহ্ণ
মারামারি | ছবি: আজকের প্রসঙ্গ
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
কলাপাড়া প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালীতে সহিংসতা ও মারামারির ঘটনা ঘটেছে। নির্বাচনী এলাকা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মাহবুবুর রহমান এর একদল সমর্থক ও সন্ত্রাস বাহিনীর সদস্যরা নৌকা প্রতীকের সমর্থকদেরকে নির্বাচনী প্রচারণার শুরু থেকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছে।
উল্লেখ্য যে, গতকাল (২৪ ডিসেম্বর) রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫ টার দিকে স্বতন্ত্র প্রার্থীর একদল সন্ত্রাসী বাহিনী ধানখালী ইউনিয়নের নোমোর হাট গরু-ছাগলের বাজারের পশ্চিম পাশে নৌকা প্রতীকের এক সমর্থককে হাত-পা ও চোখ বেঁধে অন্ধকার স্থানে নিয়ে গিয়ে চিরতরে মেরে ফেলার হুমকি দেয় এবং লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করে মারাত্মকভাবে জখম করে।
ঘটনার সংবাদ পেয়ে ভিকটিমের আপন বড় ভাই পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে সময় সন্ত্রাসীরা লাঠি উঁচিয়ে স্লোগান দিতে দিতে সেখান থেকে পালিয়ে যায়। সে সময় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় নৌকার সমর্থককে উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের বড় ভাই মোহাম্মদ মেহেদী হাসান বাদী হয়ে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী রুজ্যু করেন। উক্ত এজাহারে চিহ্নিত সন্ত্রাসীদের পাঁচজনকে আসামি করা হয় এবং অজ্ঞাত নামা আরও অনেকে। চিহ্নিত আসামীদের মধ্যে (১)আবুল বাশার (৪০),পিতাঃ ইদ্রিস হাওলাদার,(২) মোহাম্মদ স্বপন হাং, পিতাঃ ইউনুস হাং,(৩) মোহাম্মদ রাহুল (২৮), পিতাঃ এবলাস হাং, (৪) মোঃ সোহেল সর্দার, পিতাঃশাহ আলম সর্দার, (৫) মহাম্মাদ রাকিবুল ,পিতাঃ শানু হাং ও অজ্ঞাত সদস্যরা।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ধানখালি ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে। নৌকা প্রতীকের সমর্থকদের দাবী নির্বাচনকালীন সময় পর্যন্ত ঈগল প্রতীকের সন্ত্রাস বাহিনীর সদস্যরা যেন এলাকায় প্রবেশ করতে না পারে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামীদের কে আইনের কাঠগড়ায় দাড় করিয়ে শাস্তির দাবী জানান তারা ।