রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

চুয়াডাঙ্গায় বিএনপির লিফলেট বিতরণ


২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪ অপরাহ্ণ 

চুয়াডাঙ্গায় বিএনপির লিফলেট বিতরণ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

প্রায় দুই মাস পর লিফলেট বিতরণের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালন করেছে।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি পৌর এলাকার বিভিন্ন পাড়ায় এ লিফলেট বিতরণ করা হয়। এতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন, ট্রাক্স, খাজনা, অন্যান্য প্রদেয়, মামলার হাজিরা থেকে বিরত থাকা, ব্যাংকে লেনদেন এড়িয়ে চলা, ভোটগ্রহণে দায়িত্ব পালনে বিরত থাকাসহ নানা বিষয় লিফলেটে তুলে ধরা হয়।

লিফলেটে বিএনপির পক্ষ থেকে তুলে ধরা হয়, ৭ জানুয়ারির ডামি ভোটের খেলা বর্জন, ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকা, সরকারের সকল প্রকার ট্রাক্স, খাজনা, ইউটিলিটি বিল, অন্যান্য প্রদেয় স্থগিত রাখা, ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম তাই লেনদেন এড়িয়ে চলা, রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলার হাজিরা থেকে বিরত থাকা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চুয়াডাঙ্গা শাখা এ কর্মসূচি পালন করে। দীর্ঘ ৫৬ দিন পর জেলা বিএনপি চুয়াডাঙ্গায় প্রকাশ্যে লিফলেট বিতরণের মধ্য দিয়ে আবারও রাজনৈতিক মাঠে উপস্থিতি চোখে পড়ার মতো। মামলা ও গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে ছিলেন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন; জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, আবু বক্কর সিদ্দীকি আবু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টুসহ সব সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।