খুকৃবিতে ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় ব্যাচের শিক্ষা সফর
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
২২ ডিসেম্বর ২০২৩, ৪:৩৬ অপরাহ্ণ
নির্বাচনের প্রচারণার মধ্যেই সাকিব আল হাসান ফিরে গেলেন শৈশবের মাঠে। অংশ নিলেন প্রীতি ম্যাচে। ছোটবেলার মাঠে ফিরে স্মৃতি রোমন্থন করেন সাকিব। জানান, ফাস্ট বোলার থেকে তার স্পিনার হওয়ার পেছনের গল্প।
ঠিক দেড় মাস পর ব্যাট-বল হাতে সাকিব আল হাসান। যদিও তিনি নিউজিল্যান্ড যাননি। তবে নির্বাচনের প্রচারণার ফাঁকেই ফিরে গেলেন শৈশবের খেলার মাঠ নোমানী ময়দানে। বিজয় দিবস উপলক্ষে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের প্রীতি ম্যাচে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল সকাল সাকিবকে দেখতে যেখানে মানুষের ভিড়।
দীর্ঘ দিন ইনজুরিতে ছিলেন। তাতেও ব্যাট বল হাতে ধার কমেনি এতটুকু। ব্যাট হাতে হাঁকালেন ছক্কা, বল হাতেও নিয়েছেন উইকেট। নোমানী মাঠে ব্যাট-বল হাতে নিয়ে সাকিব যেন ফিরে গেলেন শৈশবে। করলেন স্মৃতি রোমন্থন।
সাকিব বলেন, আমার আসলে নতুন করে বলার কিছু নেই। এখানে সবাই আমাদেরই পরিবার। যেহেতু একটা সুযোগ পেয়েছি অবশ্যই আশা করব, আপনারা সবাই আমাকে ভোট দেবেন, নৌকা মার্কায় ভোট দেবেন। আমাকে জয়যুক্ত করবেন। আপানাদের মাগুরারই সন্তান। এই মাঠ থেকে ক্রিকেটের শুরু। পেছনে তখন এখানে এত বড় প্রাচীর ছিল না। ছোট একটা গাছ ছিল আর নিচে একটা টিনশেড বিল্ডিং ছিল। আমি প্রথম দিন ওখানে (গাছের নিচে) বসে মাঠের অনুশীলন দেখছিলাম। গোর্কী ভাই (সাকিবের কোচ) বলেছিল এখানে আসতে, তার টিমের হয়ে খেলার জন্য। একটা টুর্নামেন্টে সে আমার খেলা দেখে পছন্দ করে। তো প্রথম দিন লজ্জায় আমি আসতেই পারিনি এখানে। ওখানেই বসে ছিলাম। পরের দিন আবার আসছি বিকেলে।
সাকিব আরও বলেন, সেদিনও অনেক অপেক্ষা করতে করতে একবারে সন্ধার আগ মুহূর্তে ওনার (গোর্কী) কাছে এসে বলেছি, আপনি তো বলছিলেন এ জায়গায় আসতে। তারপর তিনি বললেন, বল করো। প্রথমদিন বল করলাম একটু। পরের দিন স্পিন বোলিং করলাম আর ব্যাটিং করলাম। তিনি বললেন এরপর থেকে স্পিন বোলিং-ই করো তুমি।
তারপর থেকে আমি স্পিনার হয়ে যাই। তার আগ পর্যন্ত আমি ফাস্ট বোলার ছিলাম। কিংবা যখন যেটা করা লাগতো আরকি। তো এই মাঠ থেকেই আমার শুরু। নতুন আরেকটা জীবনের শুরু হচ্ছে। আসতে পারলাম এখানে খুবই ভালো লাগছে। এখানে তো প্রতিনিয়তই আসা হয়। নিজেদেরেই সব মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আর ৭ তারিখে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিবেন।
খেলোয়াড় সাকিব পেয়েছেন নতুন পরিচয়। মাগুরা থেকেই শুরু হচ্ছে তার রাজনৈতিক ক্যারিয়ার। সেখানেও তার সফলতা কামনা মাঠের সতীর্থদের। নির্বাচনের মাঠে নেমে সাকিব যেখানেই গেছেন সেখানেই পেয়েছেন হাজারো মানুষের ভালোবাসা। নোমানী মাঠেও সংবর্ধনা দেয়া হয় বিশ্বসেরা অলরাউন্ডারকে।