
ফরিদপুরে ছাত্রদলের সভাপতি রাশেদ খানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
২০ ডিসেম্বর ২০২৩, ২:৪৮ অপরাহ্ণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পটুয়াখালী ৪ (কলাপাড়া,মহিপুর,রাঙ্গাবালী)আসনে জাসদ মনোনীত মশাল মার্কার প্রার্থী বিশ্বাস শিহাব পারভেজ মিঠু গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে। বুধবার(২০ ডিসেম্বর) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সি আই পি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বলেন,মুক্তি যুদ্ধ দেখেছি যুদ্ধে অংশ গ্রহন করতে পারিনি। তাই মুক্তিযুদ্ধের মত ভোটের মাঠে আরেকটি যুদ্ধে অংশ নিয়েছি। তিনি আরও বলেন, দেশে চলমান আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমার এই যুদ্ধ। তাই আগামী ৭ জানুয়ারি পটুয়াখালী ৪ আসনের সকলে ভোটার কেন্দ্রে উপস্থিত থেকে মশাল প্রতিকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এসময় নির্বাচন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। এছাড়াও তার এই ভোট যুদ্ধে গনমাধ্যম কর্মীসহ সর্বস্তরের জনগণকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন। মতবিনিময় সভায় কলাপাড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।