সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

আয়ার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় আটক, শিক্ষককে গণধোলাই


২০ ডিসেম্বর ২০২৩, ১:২০ অপরাহ্ণ 

আয়ার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় আটক, শিক্ষককে গণধোলাই
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সিরাজগঞ্জে একটি মাদরাসার শিক্ষক ও আয়াকে অন্তরঙ্গ অবস্থায় আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম জাহিদুল ইসলাম। তিনি মালতিনগর শাহজালাল দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক জাহিদুল ইসলামের সঙ্গে একই প্রতিষ্ঠানের আয়ার দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল। আজ আয়ার স্বামী বাড়িতে না থাকার সুযোগে সন্ধ্যার দিকে জাহিদুল ইসলাম ওই বাসায় প্রবেশ করেন। এরপর প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে শিক্ষককে গণধোলাই দেন।

মালতিনগর শাহজালাল দাখিল মাদরাসার সুপার আবু সাঈদ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে শিক্ষক হিসেবে এমন ঘটনা ন্যক্কারজনক।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক মাদরাসাশিক্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।