
তথ্য চাওয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
১৯ ডিসেম্বর ২০২৩, ৭:১৯ অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৮ (বরুড়া) আসনে ১১ প্রার্থীর মধ্যে হবে ভোট যুদ্ধ। ইতেমধ্যে সবার প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শেষ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
সোমবার (১৮ ডিসেম্বর) কুমিল্লা জেলা রিটার্নি কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ১২ টায় সকল উপজেলার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
কুমিল্লা ৮ (বরুড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন (নৌকা), জাতীয় পার্টি মনোনীত এইচ এম এম ইরফান (লাঙ্গল), জাকের পার্টি মনোনীত মুফতি শরিফুল ইসলাম (গোলাপ ফুল),বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত আবুল ফারাহ মোঃ আবদুল আজীজ (বটগাছ)।
বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত মোজাম্মেল হক বশির (একতারা), বাংলাদেশ ওয়ার্কাস পার্টি মনোনীত আহসান উল্ল্যাহ ( হাতুড়ী), গনফ্রন্ট মনোনীত দুলাল মিয়া (মাছ), ইসলামি ঐক্যজোট মনোনীত মোঃ মফিজ উদ্দিন (মিনার), বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত মোঃ মাসউদুল আলম (মোমবাতি)।
বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোঃ হান্নান মিয়া (ডাব), এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক নুরুল ইসলাম মিলন লড়বেন ঈগল প্রতীকে। দলীয় প্রতীক দেওয়ার পর থেকেই অন্য কোন প্রার্থীর
প্রচারণা চোখে না পড়লেও সরগরম নৌকার প্রার্থীরা। ওয়ার্ডে ওয়ার্ডে চলছে মতবিনিময় সভা উঠোন বৈঠক। ব্যানার পোষ্টারে রাঙ্গাচ্ছে উপজেলার পথঘাট। উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে উপজেলার প্রতিটা ইউনিয়নে।