খুকৃবিতে ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় ব্যাচের শিক্ষা সফর
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
৫ আগস্ট ২০২৩, ৩:৪৪ অপরাহ্ণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫আগষ্ট) সকাল সোয়া ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন - সহকারি কমিশনার ভূমি ফারজানা ববি মিতু, আবাসিক মেডিকেল অফিসার ফারহান আহমেদ তানু, ওসি পুলক চন্দ্র রায়, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর হোসেন, ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার, মোঃ শাহজালাল হাং প্রমুখ।
এর পূর্বে সকাল ১০টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষথেকে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। বেলা ১১টায় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে গাছের চারা বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান।