বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

‘সালার’ নতুন ট্রেলারে মুখ দেখালেন নায়িকা


১৯ ডিসেম্বর ২০২৩, ১১:০০ পূর্বাহ্ণ 

‘সালার’ নতুন ট্রেলারে মুখ দেখালেন নায়িকা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সালার’ সিনেমা মুক্তি পাবে ২২ ডিসেম্বর। বিশ্বব্যাপী এ দিন মুক্তি পেলেও একদিন আগে অর্থাৎ ২১ ডিসেম্বর মুক্তি পাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। মুক্তির আর আছে মাত্র তিন দিন। এবার প্রকাশ্যে এলো ছবিটির দ্বিতীয় ট্রেলার।

২ মিনিট ৫৪ সেকেন্ডের ‘সালার’-এর ট্রেলারে প্রভাস একেবারেই নতুন রূপে নিজেকে ধরা দিয়েছেন। প্রভাসকে এর আগে অ্যাকশন ধারায় দেখা গেলেও এবার তিনি দেখা দিলেন অ্যাকশনের অন্যরকম ধাঁচে।

ধুন্ধুমার অ্যাকশন আর ক্ষমতা গ্রহণ, বন্ধুত্ব রক্ষায় সবচেয়ে হিংস্রতম লুকেই ধরা দিয়েছেন এই অভিনেতা। ট্রেলারে দেখা গেছে শ্রুতি হাসান, ঈশ্বরী রাও এবং শ্রিয়া রেড্ডির মতো তারকাদের।

এর আগে গেল ১ ডিসেম্বর প্রকাশ্যে এসেছিল ‘সালার’ এর প্রথম ট্রেলার। যেটিও বেশ মনে ধরেছিল দর্শকদের।

নির্মাতা প্রশান্ত নীলের সিনেমা ‘কেজিএফটু’ বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। তাই ‘সালার’ নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।

তবে শাহরুখের সিনেমা ‘ডাঙ্কি’র সঙ্গে ধাক্কা লাগারও সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। দুটি সিনেমা দারুণভাবে উপভোগ করবেন সিনেমাপ্রেমীরা।

সিনেমায় প্রভাসকে দেখা যাবে রামের ভূমিকায়। আরও থাকছেন শ্রুতি হাসান, মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন।