সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

ঢাকা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক


১৯ ডিসেম্বর ২০২৩, ১০:২০ পূর্বাহ্ণ 

ঢাকা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিসংযোগের পর ক্ষতিগ্রস্ত ট্রেনটি ২ ঘণ্টা পর সরিয়ে সচল করা হয়েছে লাইন। এতে ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় হরতাল সমর্থনকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে নেয়া হলে ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে নেত্রকোনা থেকে ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছালে আগুন দেখতে পান স্থানীয়রা। কিছু বুঝার উঠে আগেই আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের ৩টি বগিতে। আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা যাত্রীরা চিৎকার শুরু করেন।

এরমধ্যেই মা-ছেলেসহ চারজন পুড়ে মারা যান। পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ৪টি মৃতদেহ সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। 

নিহতরা হলেন: নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ছেলে ইয়াসিন (৩)। এছাড়া বাকি দুজনের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর।

এর আগে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ১১তম দফায় ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ চলাকালে গত ১৩ ডিসেম্বর ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের ভাওয়াল রেলস্টেশনের কাছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়।

গভীর রাতে অবরোধকারীরা রেললাইন কেটে রাখায় এ দুর্ঘটনা ঘট। এতে এক যাত্রী নিহত এবং সাতজন আহত হন। ছিন্নভিন্ন হয়ে যায় ট্রেনের বগি। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী সিটি করপোরেশনের এক কাউন্সিলরসহ সাতজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।