
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
১৮ ডিসেম্বর ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ
গেল ১৭ জুন আসিফ নাওয়াবের সঙ্গে বাগদান ও আকদ সেরেছিলেন কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার। সেসময় উপস্থিত ছিলেন কনে ও বরের পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়রা।
গতকাল রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় বুশরা-আসিফের বিবাহত্তোর সংবর্ধনা।
এর আগে গত শুক্রবার অনুষ্ঠিত হয় তাঁদের গায়ে হলুদ পর্ব। বিয়েতে বুশরা পরেছিলেন হালকা গাঢ় গোলাপি রঙের বেনারসি। শাড়ি-গয়নায় অপরূপা সেজে হাজির হয়েছিলেন তিনি।
বিয়ের পিঁড়িতে বর আসিফের পরনে ছিল কালো শেরওয়ানি, মাথায় ম্যাচিং করা গাঢ় গোলাপি পাগড়ি। বুশরার বিবাহত্তোর সংবর্ধনায় উপস্থিত ছিলেন মিডিয়া ও শোবিজের অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন তাঁরা।
বর আসিফ প্রসঙ্গে বুশরা বলেন, তাঁর সঙ্গে পরিচয় হয় একজন মিউচুয়াল বন্ধুর মাধ্যমে। পিএইচডির কারণে পাঁচ বছর আমি ভারতে ছিলাম। অনলাইনে কথোপকথের মাধ্যমে তার সঙ্গে আমার পরিচয়। খুব অল্প সময়ের মধ্যেই দুজন দুজনের কাছের বন্ধুতে পরিণত হই। সেই বন্ধুত্বের সূত্র ধরে এবং দুই পরিবারের সম্মতিতে আমাদের বিবাহ হয়। আমার স্বামী একজন ব্যবসায়ী।
গত বছর দুটি গান প্রকাশ করেছিলেন বুশরা— ‘একশ নালিশ’ ও ‘তোমার যদি’। এর আগে তাঁর কণ্ঠে ‘উৎসবের বাংলাদেশ’, ‘ভালোবাসার বাংলাদেশ’, ‘গল্প হবি আয়’ ইত্যাদি গান শ্রোতাপ্রিয় হয়।