বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

তরুনীরঞ্জন হাওলাদার না ফেরার দেশে


১৭ ডিসেম্বর ২০২৩, ৭:১৫ অপরাহ্ণ 

তরুনীরঞ্জন হাওলাদার না ফেরার দেশে

না ফেরার দেশে তরুনীরঞ্জন | ছবি: আজকের প্রসঙ্গ

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

কলাপাড়ার বিশিষ্ট ব্যাবসায়ী তরুনীরঞ্জন হাওলাদার চলে গেলেন না ফেরার দেশে। তিনি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক উত্তম কুমার হাওলাদারের পিতা। বিশিষ্ট এই বানিয়াতী ব্যবসায়ী সকলকে কাঁদিয়ে দিয়ে রবিবার (১৭ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় পৌর শহরের মদনমোহন সেবাশ্রম সংলগ্ন নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।তিনি তিন সন্তান ও ৫ নাতী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে তাকে পার্শ্ববর্তী উপজেলা তালতলীর বেহেলা তার গ্রামের বাড়িতে সমাহিত করা হবে।

প্রবীন এই ব্যাবসায়ীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব,কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন,কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওাদার,কলাপাড়া প্রেসক্লাব,রিপোর্টার্স ইউনিটি ও রিপোর্টার্স ক্লাবের সদস্যরা।

কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান,তরুনী রঞ্জন হাওলাদারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কারন তিনি একজন সৎ ও নিষ্ঠাবান সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।