ফরিদপুরে অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
১৪ ডিসেম্বর ২০২৩, ৫:২০ অপরাহ্ণ
এবার ৪৩৭০০ মেট্রিক টন ওপিসি ক্লিংকার ও ১০১০০ মেট্রিকটন লাইমস্টোন নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরে ভিড়েছে মেঘনা হারমোনি নামের একটি মাদার ভ্যাসেল। গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে এটি বন্দরের ইনার এ্যাংকোরেজে এসে পৌছায়।
বর্তমানে লাইটারের মাধ্যমে চলছে পন্য খালাস কার্যক্রম। এর আগে গত ০৯ ডিসেম্বর জাহাজটি ভিয়েতনামের নাগি সন বন্দর থেকে পায়রার আউটারেজে এসে পৌছায়। জাহাজটি আউটারে থাকা অবস্থায় ১৬ হাজার মেট্রিকটন কার্গো খালাস করা হয়।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে ৬০ হাজার ৫০০ মেট্রিকটন লাইমস্টোন নিয়ে বন্দরে প্রবেশ করবে মেঘনা গ্রুপের আরো একটি জাহাজ। এছাড়া বন্দরে আগমনের উদ্দেশ্যে এই গ্রুপের আরও ৫ টি জাহাজের এলসি প্রক্রিয়াধীন রয়েছে।
পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়াল এ্যাডমিরাল গোলাম সাদেক জানান, এ পর্যন্ত দেশী বিদেশী ২৩০০ জাহাজের পন্য খালাসের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ আয় করেছে ১১শ কোটি টাকা। একের পর এক মেঘনা গ্রুপের জাহাজ বন্দরে প্রবেশ করায় এটি বন্দরের একটি মাইল ফলক বলে মনে করছেন তিনি।