রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার


১৩ ডিসেম্বর ২০২৩, ২:৪৬ অপরাহ্ণ 

ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঝালকাঠির বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ধানক্ষেত থেকে মো. ইউসুব খাঁ (৩৯) বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে  নলছিটি উপজেলার মগর ইউনিয়নের শ্রীরামপুর এলাকার ধানক্ষেতের ড্রেন থেকে লাশ উদ্ধার করে নলছিটি থানা পুলিশ। উদ্ধারকৃত মো. ইউসুব খাঁ বরগুনা জেলার আমতলী উপজেলার ছোট বগী এলাকার মো. মোহাম্মদ খাঁর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নলছিটি থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই যুবক মানষিক ভারসাম্যহীন ছিলেন, গত পনের বিশ দিন আগে থেকেই সে এই এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ফিরে বেড়াতো। হয়তো সে শীতে ঠান্ডায় মারা যেতে পারে।

ওসি মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।