বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত


নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সুপ্রাচীন কাল থেকেই ঐতিহ্যগতভাবে জেলা প্রশাসকগণ জনকল্যাণার্থে জনগণের সাথে গভীরভাবে ঘনিষ্ঠ হয়ে কাজ করে আসছেন। আধুনিক জন প্রশাসনকে আরও গতিশীল ও জনমুখী করতে জনগণের সমস্যা সম্ভবনা নিয়ে জেলা প্রশাসকের দপ্তরে জনগণের সভা বা গণশুনানি নামে জেলা প্রশাসকের সাথে জনগণের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। জনগণের সমস্যা সমূহ শ্রবণ ও সেগুলোর সমাধানকল্পে প্রতি সপ্তাহের বুধবার দিন ব্যাপি জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানির আয়োজন করা হয়।

এরই ধারাবাহিকতায় আজ (১৫ মে) বুধবার  গণশুনানিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জনগণের অভাব, অভিযোগ, আবেদন, নিবেদন শুনে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য বিষয়সমূহ নিষ্পত্তি করেন। যে সকল সমস্যা তাৎক্ষণিক সমাধান প্রদান করা সম্ভব হয় না সেগুলোতে 
সংশ্লিষ্ট ইউএনও/ কর্মকর্তা/ বিভাগ কর্তৃক তদন্তের নির্দেশ প্রদান করা হয় এবং তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।