বাগেরহাটে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
১৫ মে ২০২৪, ৮:২২ অপরাহ্ণ
সুপ্রাচীন কাল থেকেই ঐতিহ্যগতভাবে জেলা প্রশাসকগণ জনকল্যাণার্থে জনগণের সাথে গভীরভাবে ঘনিষ্ঠ হয়ে কাজ করে আসছেন। আধুনিক জন প্রশাসনকে আরও গতিশীল ও জনমুখী করতে জনগণের সমস্যা সম্ভবনা নিয়ে জেলা প্রশাসকের দপ্তরে জনগণের সভা বা গণশুনানি নামে জেলা প্রশাসকের সাথে জনগণের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। জনগণের সমস্যা সমূহ শ্রবণ ও সেগুলোর সমাধানকল্পে প্রতি সপ্তাহের বুধবার দিন ব্যাপি জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানির আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ (১৫ মে) বুধবার গণশুনানিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জনগণের অভাব, অভিযোগ, আবেদন, নিবেদন শুনে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য বিষয়সমূহ নিষ্পত্তি করেন। যে সকল সমস্যা তাৎক্ষণিক সমাধান প্রদান করা সম্ভব হয় না সেগুলোতে
সংশ্লিষ্ট ইউএনও/ কর্মকর্তা/ বিভাগ কর্তৃক তদন্তের নির্দেশ প্রদান করা হয় এবং তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।