৭৪ বছরে পা রাখলো মোংলা বন্দর
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
২৭ নভেম্বর ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ
বিজি প্রেসের দুই কর্মচারী | ছবি: সংগৃহীত
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তারা হলেন- বিজি প্রেসের পোটার মজনু মিয়া (৫৯) ও বাইন্ডার আকরাম হোসেন (৪৭)।
এদিকে, আজ বুধবার তাদেরকে রাজধানীর পল্টন মডেল থানার মামলায় আদালতে তোলা হলে মজনু মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে ওই মামলায় গ্রেফতার বিজি প্রেসের আরেক কর্মচারী বাইন্ডার আকরাম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিন আদালতে হাজির করে আসামি মজনুর ১০ দিনের রিমান্ড ও আকরামকে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি।
এর আগে গত ৮ জুলাই রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলার পর গত ৯ জুলাই গ্রেফতার পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ ১৭ আসামিকে আদালতে হাজির করা হয়। ওই দিন আবেদসহ ছয় আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। অন্যরা হলেন- অফিস সহায়ক খলিলুর রহমান, অফিস সহায়ক (ডিসপাস) সাজেদুল ইসলাম, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন এবং জনৈক লিটন সরকার।