বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

প্রশ্নফাঁসে চাকরিপ্রাপ্তদের কি হবে?


৯ জুলাই ২০২৪, ৫:২৬ অপরাহ্ণ 

প্রশ্নফাঁসে চাকরিপ্রাপ্তদের কি হবে?

ছবি: সংগৃহীত |

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ফাঁস হওয়া প্রশ্নে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করা হবে কিনা- এমন প্রশ্ন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। যদিও এমন প্রশ্ন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইনকে করা হয়। যার সঠিক উত্তর তিনি দিতে পারেননি।

আজ মঙ্গলবার পিএসসিতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সোহরাব হোসাইন। এমন সময় তাকে প্রশ্ন করা হয়- পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার সত্যতা যদি পাওয়া যায়, তাহলে যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরি বাতিল করা হবে কি না? উত্তরে তিনি বলেন, এটি খুব কঠিন প্রশ্ন। এর জবাব এখন কেউ দিতে পারবে না। আইনজ্ঞদের সঙ্গে কথা না বলে, বিধিমালা না দেখে, সামগ্রিকভাবে বিবেচনা না করে এটি নিয়ে সম্ভব না কিছু বলা।

আদালতের পরামর্শ ছাড়া কিছু বলা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ১২ বছর আগে যারা চাকরি পেয়েছেন, তাদের বিষয়ে যদি কিছু আসে- তাহলে তা খুঁজতে হবে কোন মাধ্যমে বা আদালতে।

এ সময় কিছু শিক্ষার্থীর অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ৮-১০ জন এসেছিল, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, ৫-৭টি আবেদন করলেও দুটির পরীক্ষা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে ব্যাপারটি হলো, পিএসসির পরীক্ষার অনেক চাপ। দেখা গেছে ১২০টির ওপরে পদ আছে। সব পদে পৃথক প্রশ্নে পরীক্ষা নেওয়া কঠিন।

সেটা তারা বসে সহজীকরন করেছেন জানিয়ে তিনি বলেন, একটা কমন পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী কমিয়েছি। তারপর তার বিষয়ের পরীক্ষার জন্য, সেটা ভাইভা হোক বা অন্য কোনওভাবে নিয়েছি। সেখানে দু’জন এক্সপার্ট ছিল।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে পিএসসি। সোমবার রাতে এ কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করে পিএসসি চেয়ারম্যান। 

এমটি/৯/৫